বীমার মেয়াদ পূর্তির পূর্বে প্রিমিয়াম দাতার অনাকাঙ্খিত মৃত্যু হলে অবশিষ্ট সময়ে মনোনীতককে বীমা অংকের ১% হারে মাসিক আর্থিক সুবিধা প্রদান করা হয়। এই সহযোগী বীমার অধীনে অক্ষমতার কভারেজ ৬০ (ষাট) এবং মৃত্যুর কভারেজ ৭০ (সত্তর) বছর বয়স পর্যন্ত প্রদান করা হয়।