এ সহযোগী বীমার মেয়াদ শুরুর প্রথম ০৬ (ছয়) মাস অতিক্রান্তের পরে যদি বর্ণিত শিডিউলে উল্লেখিত রোগে আক্রান্ত হন তাহলে বীমা গ্রাহক এই সহযোগী বীমার সুবিধা পাবেন (প্রযোজনীয় কাগজপত্র প্রদান সাপেক্ষে)। এই সুবিধা বীমার মেয়াদের মধ্যে শুধুমাত্র একবারই প্রদান করা হয়। এটি মূল বীমা অংকের ৫০% অথবা কম বেশী হতে পারে, কিন্ত তা ০৫ (পাঁচ লক্ষ) টাকার বেশী হতে পারবে না। এ সম্পর্কে পৃথকভাবে বীমা দলিলে বর্ণনা করা হয়েছে।