Email: info@alphalife.com.bd, Hot line: 01787683517 (Policy Service Department), 09678300200 (Ext-204,205,207) (Group Insurance) IP Phone : 09678300200 (Ext-100)

দূর্ঘটনায় মৃত্যু

যদি বীমা গ্রাহক দূর্ঘটনাজনিত কারনে মৃত্যু ও অঙ্গহানি হয় তা হলে ক্ষতিপূরণের শিডিউল অনুযায়ী মনোনীতককে তা প্রদান করা হবে। পলিসি চালু থাকা অবস্থায় দূর্ঘটনাজনিত কারনে কোন গ্রাহক হাসপতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করলে বর্ণিত শিডিউল অনুযায়ী মূল বীমা অংকের সর্বোচ্চ ১৫% প্রকৃত চিকিৎসা ব্যয় পরিশোধ করবেন। এই সহযোগী বীমা অংক সর্বোচ্চ ২০,০০,০০০/— (বিশ লক্ষ) টাকা এবং গৃহিনী ও ২৫ (পঁচিশ) বছরের নীচে গ্রাহকগণ সর্বোচ্চ ১০,০০,০০০/— (দশ লক্ষ) টাকা পর্যন্ত হতে পারবে।