দূর্ঘটনা বা অসুস্থতাজনিত কারণে ছয় মাস (বর্ণিত শিডিউল অনুযায়ী) অতিক্রান্তের পর যদি কোন গ্রাহক পূর্নাঙ্গভাবে অক্ষম হয়ে যায়, তাহলে তার পরবর্তী সকল প্রিমিয়াম মওকুফ হয়ে যাবে। এছাড়াও বীমার মেয়াদ শেষে আকর্ষণীয় মুনাফাসহ বীমা অংক মনোনীতককে পরিশোধ করা হবে।